হাবিবপুরে প্রীতি ক্রিকেট ম্যাচে হাবিবপুর একাদশের জয়

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাবিবপুরে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় হাবিবপুর একাদশ ও তারুণ্য একাদশ।

খেলা শেষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হাবিবপুর একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মাসুদ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

খেলার আয়োজন সফল করতে সহযোগিতার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মানিত উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উপদেষ্টারা হলেন—কামাল হোসেন (সাউথ আফ্রিকা প্রবাসী), আব্দুল মোতালেব (সাউথ আফ্রিকা প্রবাসী), সাইফুল ইসলাম (ওমান প্রবাসী), নূর উদ্দিন খাঁন পাবেল (ইংল্যান্ডপ্রবাসী), জামালউদ্দিন (মেরিন ইঞ্জিনিয়ার), আসরাফুল ইসলাম শরীফ (পর্তুগাল প্রবাসী) এবং সাইফুর রহমান রিদয় (আজীবন সদস্য)।

আয়োজকরা জানান, তাদের আন্তরিক সহযোগিতা ও সার্বিক সমর্থনের কারণেই খেলাটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এছাড়া খেলায় অংশগ্রহণকারী তারুণ্য স্পোর্টিং ক্লাবের জন্য জার্সি প্রদান করায় কামাল হোসেনকে বিশেষভাবে ধন্যবাদ জানান আয়োজকরা।

উভয় দলের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

হামিদুল হক, কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি