নতুন বছরের শুরুতেই সঞ্চয়পত্রের মুনাফা হ্রাস

ছবি:সংগৃহীত

ছয় মাসের ব্যবধানে সঞ্চয়পত্রের মুনাফার হার আবারও কমানো হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি) জানিয়েছে, আগামী ছয় মাসের জন্য নতুন হার কার্যকর হবে। ১ জানুয়ারি থেকে এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

নতুন হার অনুযায়ী, সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফা দাঁড়িয়েছে ১০.৫৯ শতাংশ, আর সর্বনিম্ন ৮.৭৪ শতাংশ। গত জুলাই মাসে মুনাফার হার কমানো হয়েছিল, এবার ছয় মাস পর পুনরায় হ্রাস করা হলো। প্রতি ছয় মাস অন্তর এই হার পর্যালোচনা করা হয়।

কম বিনিয়োগে মুনাফার হার তুলনামূলক বেশি, আর বেশি বিনিয়োগে কম। সীমা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। এর কম বিনিয়োগে বেশি মুনাফা, এর বেশি হলে কম মুনাফা।

পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদে পুর্বের ১১.৯৩ শতাংশ হার কমিয়ে ১০.৫৪ শতাংশ করা হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে ১১.৮০ শতাংশ কমিয়ে ১০.৪১ শতাংশ করা হয়েছে। পেনশনার ও পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রেও অনুরূপ হ্রাস হয়েছে।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রেও সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা কমিয়ে ১০.৪৮ শতাংশ, বেশি বিনিয়োগে ১০.৪৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ১ জুলাই ২০২৫-এর আগে ইস্যুকৃত সঞ্চয়পত্রের মেয়াদকালে পুর্বের হার প্রযোজ্য, তবে পুনর্বিনিয়োগে নতুন হারের ভিত্তিতে মুনাফা মিলবে।

দেশের মধ্যবিত্ত পরিবারের জন্য সঞ্চয়পত্র একটি গুরুত্বপূর্ণ সঞ্চয় ও আয় উৎস। জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং চলমান ৮-৯ শতাংশ মূল্যস্ফীতির কারণে নতুন বছরের শুরু থেকে পরিবারের খরচে চাপ বাড়বে, বিশেষ করে যারা সংসারের বড় অংশ সঞ্চয়পত্রের মুনাফা থেকে চালান।

আফরিনা সুলতানা/