ব্রিটিশ হেভিওয়েট বক্সার অ্যান্থনি জোশুয়া নাইজেরিয়ার হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন যিনি মারাত্মক সড়ক দূর্ঘটনায় তার দুই নিকটতম বন্ধু হারিয়েছেন।
চিকিৎসকবৃন্দ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে বাড়িতে বিশ্রাম নিতে উপযুক্ত বলে বিবেচনা করেছেন। ওগুন ও লাগোস রাজ্যগুলো যৌথ বিবৃতিতে বলেছে, যেখানে তাকে তার বন্ধুদের ক্ষতির জন্য অত্যন্ত মর্মাহত হিসাবে বর্ণনা করা হয়েছে।
৩৬ বছর বয়সী এই বক্সার একটি লেক্সাস এসইউভিতে যাত্রী ছিলেন যেখানে সোমবার ওগুন রাজ্যের লাগসোর কাছে একটি প্রধান এক্সপ্রেসওয়েতে স্থির ট্রাকের সঙ্গে মারাত্বক সংঘর্ষ ঘটায় ।
এই দুর্ঘটনায় যারা মারা গিয়েছিলেন তারা ছিলেন জোশুয়ার নিকটতম বন্ধু এবং দলের সদস্য সিনা ঘামি এবং লাতিফ ‘লাটজ’ আয়োদেল।
এম আর










