জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাদারীপুরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও ২০২৬ সালের বই বিতরণ

জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, মাদারীপুরের উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ-আল-কাইকুম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা), জেলা প্রশাসন মাদারীপুর এবং অধ্যক্ষ, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফিরোজ জামান, প্রধান শিক্ষক, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাদারীপুর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। পড়ালেখার মান উন্নয়নে প্রশিক্ষণ ও সহায়ক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

হাবিবুর রহমান সুমন : মাদারীপুর জেলা প্রতিনিধি