বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র ১ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে ডাউনলোড করা শুরু হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এখন অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
এ বছর বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে, যেখানে Module A এবং Module B ক্যাটাগরির পরীক্ষা সকাল ও বিকেল শিফটে নেওয়া হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করার আগে ডিপার্টমেন্ট পছন্দ (option form) পূরণ করতে হবে, যা জমা না দিলে প্রবেশপত্র পেতে পারবেন না।
কীভাবে ডাউনলোড করবেন প্রবেশপত্র:
১. বুয়েটের অফিসিয়াল ভর্তি পোর্টাল (যেমন admission.buet.ac.bd বা ugadmission.buet.ac.bd) এ যান।
২. আপনার আবেদন সিরিয়াল নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগ-ইন করুন।
৩. ডিপার্টমেন্ট পছন্দের ফরম (Option Form)টি ঠিকভাবে পূরণ করুন।
৪. পছন্দ জমা দিলে “প্রবেশপত্র” (Admit Card) অপশনে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নিন।
৫. পরীক্ষার হলে প্রবেশের জন্য এটি প্রিন্ট করে নিতে ভুলবেন না।
এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র বাধ্যতামূলক। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পাবেন না।
মালিহা নামলাহ










