বেড়েছে বহনযোগ্য হার্ডডিস্কের মূল্য, অন্য যন্ত্রাংশের স্থিতিশীল

ছবি: প্রথম আলো

নতুন বছরের শুরুতেই ঢাকার কম্পিউটার বাজারে বহনযোগ্য হার্ডডিস্কের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। চলতি সপ্তাহে রাজধানীর একাধিক কম্পিউটার বাজার ঘুরে জানা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের বহনযোগ্য হার্ডডিস্কের দাম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে হার্ডডিস্কের বাইরে অন্যান্য কম্পিউটার যন্ত্রাংশের দামে তেমন কোনো পরিবর্তন নেই।

বাজারে প্রসেসর, মাদারবোর্ড, র‍্যাম, এসএসডি, মনিটর, গ্রাফিকস কার্ডসহ বেশির ভাগ পণ্যের দাম আগের মতোই রয়েছে। ব্যবসায়ীদের মতে, আমদানি খরচ ও সরবরাহ পরিস্থিতির কারণে বহনযোগ্য হার্ডডিস্কের দামে এই সাময়িক বৃদ্ধি দেখা দিয়েছে।

প্রসেসরের দাম

ইন্টেলের সর্বোচ্চ মডেলের মধ্যে কোর আলট্রা ৯ (২৮৫কে) প্রসেসরের দাম ৭২ হাজার টাকা। কোর আই-৯ ১৪ প্রজন্মের প্রসেসর বিক্রি হচ্ছে ৫৫ হাজার টাকায়। এ ছাড়া কোর আই-৭, ৫ ও ৩ সিরিজের প্রসেসরের দাম ১৩ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৪৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

এএমডির রাইজেন সিরিজেও দাম স্থিতিশীল রয়েছে। রাইজেন-৯ (৭৯০০এক্স) প্রসেসরের দাম ৪২ হাজার টাকা, রাইজেন-৭ সিরিজের দাম ১৯ হাজার থেকে ৩০ হাজার টাকা এবং রাইজেন-৫ (৫৬০০জি) পাওয়া যাচ্ছে ১৪ হাজার ৮০০ টাকায়।

মাদারবোর্ড ও র‍্যাম

আসুস, গিগাবাইট ও এমএসআই ব্র্যান্ডের মাদারবোর্ডের দাম ৮ হাজার টাকা থেকে শুরু করে ৩৭ হাজার ৬০০ টাকা পর্যন্ত রয়েছে।
র‍্যামের ক্ষেত্রে ডিডিআর৪ ও ডিডিআর৫—উভয় ধরনের পণ্যের দাম আগের মতোই আছে। ৮ জিবি ডিডিআর৪ র‍্যামের দাম প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা, আর ডিডিআর৫ র‍্যামের দাম ২১ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে।

স্টোরেজ ডিভাইস

অভ্যন্তরীণ হার্ডডিস্ক ও এসএসডির দামে কোনো পরিবর্তন হয়নি। সিগেট ও তোশিবার ২ টেরাবাইট এইচডিডির দাম ১০ হাজার টাকা।
এসএসডির ক্ষেত্রে স্যামসাং, টিম, করজেয়ার ও এইচপির বিভিন্ন মডেলের দাম ২ হাজার ১০০ টাকা থেকে শুরু করে ৩৩ হাজার টাকা পর্যন্ত।

তবে বহনযোগ্য হার্ডডিস্কের দামে বৃদ্ধি স্পষ্ট। ওয়েস্টার্ন ডিজিটালের মাই পাসপোর্ট সিরিজের ১ টেরাবাইট মডেল বিক্রি হচ্ছে ৮ হাজার টাকায়, ২ টেরাবাইট ১০ হাজার ৫০০ টাকা এবং ৪ টেরাবাইট ১৫ হাজার টাকায়। ট্রান্সসেন্ড, তোশিবা ও এপাসারের বিভিন্ন মডেলেও একই ধরনের দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

মনিটর ও গ্রাফিকস কার্ড

মনিটরের বাজারে আসুস, এইচপি, ডেল, এমএসআই, এলজি ও স্যামসাংয়ের বিভিন্ন মডেলের দাম ১১ হাজার টাকা থেকে শুরু করে ৪৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
গ্রাফিকস কার্ডের মধ্যে জিটি ৭১০ থেকে শুরু করে আরটিএক্স ৫০৮০ পর্যন্ত বিভিন্ন মডেল বাজারে পাওয়া যাচ্ছে, যার দাম ৬ হাজার ৮০০ টাকা থেকে ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত।

অন্যান্য যন্ত্রাংশ

কিবোর্ড, প্রিন্টার, ইউপিএস, রাউটার ও অ্যান্টিভাইরাস সফটওয়্যারের দামেও তেমন কোনো পরিবর্তন নেই। কেসিংয়ের দাম ১ হাজার টাকা থেকে শুরু করে ৩৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত রয়েছে।

ব্যবসায়ীরা জানান, এখানে উল্লেখিত দামগুলো ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত। এলাকা ও দোকানভেদে দামে কিছুটা পার্থক্য হতে পারে। এ ছাড়া পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে যন্ত্রাংশের দামের সঙ্গে আলাদা সার্ভিস চার্জ যুক্ত হতে পারে।

তথ্যসূত্র: প্রথম আলো

সাবরিনা রিমি/