জামায়াত আমিরের বৈঠককে গোপন বলা বিভ্রান্তিকর সারজিস

ভারতীয় দুই কূটনীতিকের সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের বৈঠক নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত শিরোনামকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠনক সারজিস আলম।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, সম্প্রতি জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় দুই কূটনীতিকের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকের তথ্য গোপন রাখার কোনো বিষয় ছিল না। বরং বৈঠকের তথ্য প্রকাশ না করার প্রস্তাবের জবাবে জামায়াত আমির স্পষ্টভাবে জানান—দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে এবং এতে গোপনীয়তার কিছু নেই। ভবিষ্যতে এ ধরনের আলোচনা হলে তা প্রকাশ্যেই হওয়া উচিত।
তিনি আরও বলেন, এই তথ্য জামায়াত আমির নিজেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে অবহিত করেন। পরবর্তীতে রয়টার্সের প্রতিবেদনের সূত্র ধরে বিষয়টি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
তবে সারজিস আলম অভিযোগ করেন, দেশের কিছু গণমাধ্যম প্রকৃত তথ্য ও প্রেক্ষাপট উপেক্ষা করে শিরোনাম করেছে—
“জামায়াত আমিরের সাথে ভারতের গোপন বৈঠক!”
এই ধরনের শিরোনাম বাস্তব তথ্যের সঙ্গে সাংঘর্ষিক এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, দেশের কিছু তথাকথিত দলকানা ব্যক্তি, গোষ্ঠী এবং দলীয় স্বার্থে পরিচালিত কিছু মিডিয়া হাউজ অতীতেও একইভাবে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সার্ভ করেছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই মহল নতুন ঠিকানা খোঁজার অংশ হিসেবে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনের পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিবেদকঃ তৌফিক ইমরোজ