গত দুইদিন ধরে কেন্দ্রীয় বিএনপির এ যুগ্ম মহাসচিবের প্রচারণাকালে ব্যতিক্রম এসব দৃশ্য চোখে পড়ে। তিনি বাসা-বাড়িতে ভোট চাইতে গেলে ভোটাররা যে যার মতো পান-সুপারি, পিঠা-মিষ্টি নিয়ে ছুটে আসেন।
এ্যানি চৌধুরী এ আসনের দুইবারের এমপি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের লামচরী এলাকার সওদাগর বাড়িতে এ্যানি গণসংযোগে গেলে ফুল দিয়ে বরণ করেন। এসময় মহিলারা যে যার মতো করে পান-সুপারি, পিঠা, মিষ্টি নিয়ে আসেন।
ওই বাড়ির বাসিন্দা নাজমা আক্তার বলেন, আমরা ধন্য। ধানের শীষের ভোট চাইতে এসে সাবেক এমপি এ্যানি চৌধুরী আমাদের খোঁজ-খবর নিয়েছেন। আমরাও তিনি আসার খবরে তাৎক্ষণিক নিজেদের মতো করে আয়োজন করেছি।
বিএনপির দলীয় সূত্র জানায়, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে এ্যানি চৌধুরী রাত-দিন গণসংযোগ করে যাচ্ছেন।
বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এ আসনে আমি দুইবারের সংসদ সদস্য ছিলাম। এখানের প্রত্যেকটি গ্রাম, বাড়িতে আমি গিয়েছি। এখনও যাচ্ছি। ভোটাররা উৎসাহ নিয়ে আছে ধানের শীষে ভোট দিতে। তাদের আন্তরিকতা, ভালোবাসা, আপ্যায়ন ভোলার মতো না।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর ৩ (সদর) আসনের বিএনপি-জামায়াত, ইসলামী আন্দোলনেরসহ ৬ জন প্রার্থী রয়েছেন।
-সাইমুন









