“সারা দেশকে কাঁদিয়ে গেলেন খালেদা জিয়া” সোহেল রানা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুতে পুরো জাতি শোকাহত। সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দেশের শোবিজ অঙ্গন ও বিশিষ্ট ব্যক্তিরাও তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা এবং একাধিক জটিল রোগের কারণে মাঝেমধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়তেন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিসসহ বিভিন্ন সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন।

বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “সারা দেশকে কাঁদিয়ে গেলেন খালেদা জিয়া। একটা সোনালি রাজনৈতিক জীবনের অবসান হলো।”

তিনি আরও লিখেছেন, “আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভালোবাসার দেশ এবং মানুষগুলোকে ছেড়ে অনন্তের পথে যাত্রা করলেন। মহান সৃষ্টিকর্তা তাকে বেহেস্ত নসিব করুন এবং তার শোকাহত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার সামর্থ্য দিন।”

খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহিত হন। ফার্স্ট লেডি থেকে দেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা দীর্ঘ ও ঘটনাবহুল ছিল।

দেশ ও জনগণের প্রতি তার অবিচল প্রেম, সাহসিকতা এবং গণতন্ত্রের জন্য অটল দৃষ্টিভঙ্গি খালেদা জিয়াকে দেশের ইতিহাসে চিরস্মরণীয় করেছে। তার প্রয়াণ শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে ধরা হচ্ছে।

বিথী রানী মণ্ডল/