বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গভীর শোক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোকবোধ প্রকাশ করেছেন। উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে সারাজীবন নিবেদিত কাজ করেছেন এবং তাঁর গণতান্ত্রিক সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে যুগের পর যুগ দিক নির্দেশনা প্রদান করবে।

শোকবাণীতে উপাচার্য বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অসামান্য অবদানকে তুলে ধরেন। তিনি বলেন, খালেদা জিয়া দেশ ও জাতির সেবায় নিয়োজিত ছিলেন এবং সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস প্রচেষ্টা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য স্থান করে নিয়েছে। উপাচার্য তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দুইবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।