জকসু ভোটের আগমুহূর্তে দুই প্রার্থীর সরে দাঁড়ানো, ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলে সমর্থন
রাত পোহালেই অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। ভোটের ঠিক আগে দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাঁরা উভয়েই ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলকে সমর্থন জানিয়েছেন।
প্রত্যাহারকারী দুই প্রার্থী হলেন—স্বতন্ত্র প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী তামজিদ ইমাম অর্ণব এবং ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মো. মাজহারুল ইসলাম।
আজ সোমবার এক ভিডিও বার্তায় তামজিদ ইমাম অর্ণব জানান, সার্বিক পরিস্থিতি ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এজিএস পদপ্রার্থী বি এম আতিকুর রহমান তানজিলকে সমর্থন করছেন। তিনি আরও বলেন, যাঁরা তাঁকে সমর্থন জানাতে চেয়েছিলেন, তাঁদের সবাইকে তানজিলকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
অন্যদিকে, সোমবার বিকেলে ভাষাশহীদ রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মো. মাজহারুল ইসলাম নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন এবং একই প্যানেলের প্রার্থীকে সমর্থন জানান।
আজ সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মনিটরিং রুমে সংবাদ সম্মেলন করেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান। তিনি জানান, নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল ৩৮টি কেন্দ্রীয় সংসদ কেন্দ্র এবং হল সংসদের জন্য একটি কেন্দ্রসহ মোট ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এই কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট নেওয়া হবে।
প্রতিটি কেন্দ্রের ফলাফল আলাদাভাবে ঘোষণা করা হবে। ব্যালট পেপার (ওএমআর) ছাড়া সব নির্বাচন-সংক্রান্ত উপকরণ ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোট গণনার জন্য ছয়টি মেশিন ব্যবহার করা হবে।










