আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রথমে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন হলেন:
১. এস. এম. শহিদ উল্লাহ (খেলাফত মজলিস)
২. এম. এ. হান্নান (বিএনপি)
৩. ইকবাল চৌধুরী (স্বতন্ত্র)
৪. হোসাইন আহমদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
৫. এ. কে. এম. কামরুজ্জামান (স্বতন্ত্র)
৬. এ. কে. এম. আমিনুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
৭. সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র)
৮. মোঃ হাবিবুর রহমান (স্বতন্ত্র)
এরপর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আরও ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন:
১. এস. এ. কে. একরামুজ্জামান সুখন (সাবেক সংসদ সদস্য)
২. এডভোকেট মাওলানা ইসলাম উদ্দিন দুলাল (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)
৩. ইঞ্জিনিয়ার শরিফ মৃধা (ইনসানিয়াত বিপ্লব)
৪. অ্যাডভোকেট মোঃ শাহ আলম (জাতীয় পার্টি)
উল্লেখ্য, আগামী ২ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
-জায়েদ হোসেন,ব্রাহ্মণবাড়িয়া/










