রংপুর-০১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রায়হান সিরাজী

আজ ২৯শে ডিসেম্বর সোমবার দুপুর ০২. ৩০ মিনিটে গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমাদান করেন রংপুর-০১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রায়হান সিরাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আব্দুল গনি, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, নায়েবে আমির অধ্যাপক তাজউদ্দীন, পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহবুব আলম প্রমূখ।

উল্লেখ্য, এই আসনে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে স্বতন্ত্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আসাদুজ্জামান বাবলু। ৬ আগস্ট ২০২৪ সাল থেকে, এই আসনটি শূন্য রয়েছে।