রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে ঝর সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
ঢাকার আবহাওয়া চিত্র: আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দিনের তাপমাত্রা অবস্থান করতে পারে। বর্তমানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ এবং উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
সারাদেশের পূর্বাভাস ও শৈত্যপ্রবাহ: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে। বিশেষ করে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। কুয়াশার দাপট খুব বেশি না থাকলেও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
সূর্যোদয় ও সূর্যাস্ত: আজ বুধবার রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।
উল্লেখ্য যে, জানুয়ারির এই সময়ে উত্তরীয় হাওয়ার কারণে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়লেও রাজধানীতে শীতের বড় কোনো পরিবর্তন এখনই দেখা যাচ্ছে না। তবে বাতাসের গতিবেগ ও মেঘলা আকাশের কারণে জনজীবনে কিছুটা হিমেল অনুভূতি বজায় থাকবে।