সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রংপুর রাইডার্স ফাহিম আশরাফের ঝড়ো বোলিংয়ে চট্টগ্রাম রয়্যালস ১৭.৫ ওভারে মাত্র ১০২ রানে অলআউট। এরপর ডেভিড ম্যালান ও লিটন দাসের শক্তিশালী ব্যাটিংয়ে রংপুর ১৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্য স্পর্শ করে, ফলে ৭ উইকেটে জিতেছে।
ম্যাচের শুরুতে চট্টগ্রামের ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমই ঝোড়ো ব্যাটিং দেখালেও বাকি একাদশ পুরোপুরি ধুঁকতে থাকে। ওপেনিংয়ে নেমে ২০ বলে ৩৯ রান করা নাঈমকে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড করা হয়। নাহিদ রানার তৃতীয় ওভারে ২১ রান আসে তিন চার ও এক ছক্কায়। নাঈমের পরে মির্জা তাহির বেগ ২৪ বলে ২০ রান এবং আবু হায়দার ২১ বলে ১৩ রান যোগ করেন, তবে চট্টগ্রামের ইনিংস প্রায় একাই ধ্বংস করেন ফাহিম আশরাফ। পাকিস্তানি পেসার ৩.৫ ওভার বল করে ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন।
রংপুর রাইডার্সের লক্ষ্যপূরণ তাড়াতাড়ি হয়। উদ্বোধনী জুটিতে লিটন দাস ও ডেভিড ম্যালান ৯১ রান তুলেন। ১৩তম ওভারে মুকিদুল ইসলাম পাঁচ বলের মধ্যে দুই উইকেট নিলেও রংপুরের জয় নিশ্চিত হয়। লিটন ৩১ বলে ৪৭ রান, ম্যালান ৪৭ বলে ৫১ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম রয়্যালস: ১৭.৫ ওভারে ১০২ (নাঈম ৩৯, মির্জা তাহির ২০, আবু হায়দার ১৩; ফাহিম ৫/১৭, মোস্তাফিজুর ২/১৯)
রংপুর রাইডার্স: ১৫ ওভারে ১০৭/৩ (ম্যালান ৫১, লিটন ৪৭; মুকিদুল ২/৫)
ফল: রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফাহিম আশরাফ।
এমইউএম/










