তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার দীর্ঘ সময়ের বন্দুকযুদ্ধে তিনজন তুর্কি পুলিশ কর্মকর্তা ও ইসলামিক স্টেট (আইএস)-এর ছয় জঙ্গি নিহত হয়েছেন। বৈশ্বিকভাবে আইএসের তৎপরতা নতুন করে বাড়ার প্রেক্ষাপটে দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ইস্তাম্বুলের দক্ষিণে মারমারা সাগরের তীরবর্তী ইয়ালোভা শহরে সন্দেহভাজন জঙ্গিদের একটি আস্তানায় অভিযান চালাতে গিয়ে এই সংঘর্ষ ঘটে। প্রায় আট ঘণ্টাব্যাপী ওই অভিযানে আটজন পুলিশ সদস্য ও আরও একজন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হন।
মন্ত্রী বলেন, নিহত ছয় জঙ্গিই তুরস্কের নাগরিক। অভিযানের সময় ওই বাড়ি থেকে পাঁচ নারী ও ছয় শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ইয়ালোভা অভিযানের পাশাপাশি সোমবার ভোরে দেশজুড়ে ১৫টি প্রদেশে একযোগে ১০৮টি ঠিকানায় অভিযান চালানো হয়। গত এক মাসে মোট ১৩৮ জন আইএস সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত সপ্তাহে বড়দিন ও নববর্ষ উদ্যাপনকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগে ১১৫ জন আইএস সন্দেহভাজনকে আটক করে তুর্কি পুলিশ। ইস্তাম্বুলের প্রসিকিউটর দপ্তর সতর্ক করে জানায়, জঙ্গিরা বিশেষ করে অমুসলিমদের লক্ষ্য করে হামলার ছক কষছিল।
চলতি বছর তুরস্ক সন্ত্রাসবিরোধী তৎপরতা আরও জোরদার করেছে। বিশ্বব্যাপী আইএসের পুনরুত্থানের ইঙ্গিতের মধ্যে নাইজেরিয়া ও সিরিয়ায় সংগঠনটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং বিভিন্ন দেশে আইএস-অনুপ্রাণিত হামলার ঘটনাও সামনে এসেছে।
সোমবারের অভিযানের সময় ইয়ালোভায় সংশ্লিষ্ট বাড়ির আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়। এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায় এবং আকাশে পুলিশের হেলিকপ্টার টহল দেয়।
২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্কে আইএসের একাধিক ভয়াবহ হামলায় বহু মানুষ নিহত হন, যার মধ্যে ইস্তাম্বুলের নাইটক্লাব ও প্রধান বিমানবন্দরে হামলাও ছিল। পরবর্তী বছরগুলোতে ধারাবাহিক অভিযানের ফলে সাম্প্রতিক সময়ে বড় ধরনের হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
এম এম সি/









