কুবির প্রভাষক ভুয়া সনদে চাকরি: সাময়িক বহিষ্কার ও ক্যাম্পাসে নিষেধাজ্ঞা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদকে ভুয়া অভিজ্ঞতার সনদ দেখিয়ে চাকরি নেওয়ার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে অস্থায়ীভাবে ক্যাম্পাসে প্রবেশেও নিষেধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে।
আবু ওবায়দা ২০২৩ সালের ২৯ জানুয়ারি প্রভাষক হিসেবে যোগ দেন। ব্যবসায় শিক্ষা অনুষদের বিধিমালা লঙ্ঘন করে তৎকালীন উপাচার্য ড. আবদুল মঈনের নির্দেশে নিয়োগ হয়। তিনি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০২২ সালের ছয় বছরের ভুয়া শিক্ষকতার সনদ দাখিল করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কমিটির সুপারিশে সিন্ডিকেট বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এবং উচ্চতর তদন্ত কমিটি গঠন করে। ২০১৮-এর চাকরির বিধিমালা অনুসারে বাকি প্রক্রিয়া চলবে। অভিযোগী শিক্ষকের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।