সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় নাটকীয় মোড় নিয়েছে। প্রথমে দল সাবেক এমপি নাছির চৌধুরীকে প্রার্থী ঘোষণা করলেও, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী (পাভেল) রোববার সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এতে এলাকায় ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়েছে।
রোববার দুপুরে নাছির চৌধুরী মনোনয়নপত্র জমা দেন, তখন তাহির রায়হানও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। সন্ধ্যায় তাহির নিজে ফর্ম সংগ্রহ করেন এবং বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র দেখিয়ে দলের মনোনীত প্রার্থী বলে দাবি করেন। তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন জমা দিতে বলেছে, কাল (সোমবার) জমা দেব।”
একই আসনে মনোনয়নবঞ্চিত আরেক নেতা, সাবেক এমপি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি। নাছির চৌধুরী এ আসনে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে এবং দিরাই উপজেলায় দুবার উপজেলা নির্বাচনে লড়েছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্তকে হারিয়ে বিজয়ী হয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো প্রত্যয়নপত্রে তাহিরকে মনোনীত দেখিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব দলীয় সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে, যা নির্বাচনী এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে।










