চেম্বার আদালত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে তাঁকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ জারি করেছে। এতে করে বগুড়া‑২ আসন থেকে মান্না নির্বাচনে প্রার্থী হওয়ার পথে আর কোনো আইনি বাধা থাকল না, আদালতের সদ্য নেওয়া সিদ্ধান্তে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অতীতে হাইকোর্ট ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার জন্য করা আবেদনে ইচ্ছামতো রিট খারিজ করে দেন, যার ফলে পরবর্তী সময়ে তিনি আপিল বিভাগের চেম্বার আদালতের দ্বারস্থ হন। আদালতের এ আদেশের ফলে এখন আর কোনও বাধা ছাড়াই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন।
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা খেলাপি ঋণের বিষয়ে ৩ ডিসেম্বর একটি ‘কল ব্যাক নোটিশ’ জারি করেছিল, যার মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। এতে প্রতিষ্ঠানটির মালিকানায় মান্না ও তার অংশীদারদের নাম ছিল।
আদালতের এই নির্দেশের ফলে মান্না নির্বাচনে দাঁড়াতে পারছেন এবং তাঁর রাজনৈতিক কর্মসূচি অনুসারে তিনি বগুড়া‑২ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিতে পারবেন।
আফরিনা সুলতানা/










