জিয়া পরিবারের দুর্গে ফিরছেন তারেক রহমানঃ বগুড়া-৬ আসনের মনোনয়নপত্রে স্বাক্ষর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ নির্বাচনি আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করে মনোনয়ন পত্র বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

বগুড়া-৬ আসনটি বরাবরই বিএনপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচিত। এখান থেকে ইতঃপূর্বে দলটির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাধিকবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তারেক রহমানের এই আসন থেকে মনোনয়ন গ্রহণ মূলত, দলের শীর্ষ নেতৃত্বের আসনটি নিজেদের কবজায় রাখার এবং নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করার একটি কৌশলগত পদক্ষেপ।

মনোনয়নপত্র হস্তান্তরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বগুড়া শহর ও জেলা জুড়ে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, “তারেক রহমান আমাদের প্রাণশক্তি। তাঁর মনোনয়ন বগুড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।”

দীর্ঘ সময় পর তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার এই আইনি ও রাজনৈতিক প্রক্রিয়া তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

শাহাদাত হোসেন

গাবতলী, বগুড়া