বগুড়া-৭ আসনে বেগম জিয়ার মনোনয়নপত্র গ্রহণঃ উৎসবের আমেজ জিয়া পরিবারের দুর্গে

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে নামছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গভীর রাতে তাঁর স্বাক্ষরিত মনোনয়নপত্র হস্তান্তরের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এই জনপদের মানুষের।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এ বি এম আব্দুস সাত্তারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র গ্রহণ করেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহচর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন।

বগুড়া-৭ আসনটি ঐতিহাসিকভাবেই বিএনপির সবচেয়ে নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে এখান থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বেগম খালেদা জিয়া। গভীর রাতে মনোনয়নপত্র গ্রহণের এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই গাবতলী ও শাজাহানপুর এলাকায় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার একই সাথে তারেক রহমান (বগুড়া-৬) এবং বেগম খালেদা জিয়ার (বগুড়া-৭) নির্বাচনে অংশগ্রহণ বগুড়া অঞ্চলের ১২টি আসনেই দলের অবস্থানকে পাহাড়সম শক্তিশালী করবে। মূলত, তৃণমূলকে চাঙা করতে এবং নির্বাচনি প্রচারণায় একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই শীর্ষ এই দুই নেতাকে বগুড়া থেকে প্রার্থী করা হয়েছে।

হেলালুজ্জামান তালুকদার লালু, যিনি খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি জানান, “বগুড়ার মানুষ তাঁদের প্রিয় নেত্রীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এই মনোনয়নপত্র কেবল একটি কাগজ নয়, এটি বগুড়াবাসীর অধিকার পুনরুদ্ধারের প্রতীক।”

অন্যদিকে, মোরশেদ মিল্টন জানান, “গাবতলী উপজেলা বিএনপি নির্বাচনের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং কেন্দ্রভিত্তিক কমিটিগুলো এখন থেকেই চূড়ান্ত প্রচারণার জন্য প্রস্তুত।”

-শাহাদত হোসেন
গাবতলী, বগুড়া