বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সাধের অ্যান্ড্রয়েড ফোনটি যদি মাঝেমধ্যেই হ্যাং করে বা কাজ করতে গিয়ে থমকে দাঁড়ায়, তবে বিরক্তির শেষ থাকে না। মূলত র্যামের ওপর অতিরিক্ত চাপ, স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়া এবং সফটওয়্যার জনিত ত্রুটির কারণে এই সমস্যা হয়। আপনার ফোনটিকে আবার আগের মতো সচল করতে অনুসরণ করতে পারেন নিচের টিপসগুলো:
১. স্টোরেজ বা মেমোরি খালি করুন
ফোনের ইন্টারনাল স্টোরেজ ৮০ শতাংশের বেশি পূর্ণ হয়ে গেলে ফোন ধীরগতির হয়ে যায়। অদরকারি অ্যাপ, পুরনো ভিডিও এবং ডুপ্লিকেট ছবি ডিলিট করুন। ফোনের ‘Files by Google’ অ্যাপটি ব্যবহার করে সহজেই জাঙ্ক ফাইল পরিষ্কার করতে পারেন।
২. ক্যাশ (Cache) ডেটা পরিষ্কার করা
দীর্ঘদিন অ্যাপ ব্যবহারের ফলে প্রচুর ক্যাশ ফাইল জমা হয়, যা ফোনের গতি কমিয়ে দেয়। ফোনের Settings > Storage > Apps-এ গিয়ে নির্দিষ্ট অ্যাপের ‘Clear Cache’ অপশনে ক্লিক করুন। এটি ফোনের ইন্টারনাল মেমোরির ওপর চাপ কমাবে।
৩. ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা
আমরা অনেক সময় অ্যাপ ব্যবহার করে তা পুরোপুরি বন্ধ করি না। ফলে ব্যাকগ্রাউন্ডে এগুলো ফোনের র্যাম (RAM) দখল করে রাখে। নিয়মিত রিসেন্ট অ্যাপ লিস্ট থেকে অব্যবহৃত অ্যাপগুলো সরিয়ে ফেলুন। এছাড়া যেসব অ্যাপ খুব একটা কাজে লাগে না, সেগুলো ‘Force Stop’ করে রাখতে পারেন।
৪. লাইট (Lite) ভার্সন অ্যাপ ব্যবহার
আপনার ফোনের র্যাম যদি কম হয় (যেমন ২ বা ৩ জিবি), তবে ফেসবুক, মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের মতো ভারী অ্যাপের বদলে এগুলোর ‘Lite’ সংস্করণ ব্যবহার করুন। এগুলো অনেক কম মেমোরি ও ব্যাটারি খরচ করে।
৫. সফটওয়্যার ও অ্যাপ আপডেট
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ব্যবহৃত অ্যাপগুলো নিয়মিত আপডেট রাখুন। অনেক সময় পুরনো ভার্সনের বাগ (Bug) বা ত্রুটির কারণে ফোন হ্যাং করে। আপডেট করলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়।
৬. অ্যানিমেশন স্কেল কমানো
ফোনের গতি ত্বরান্বিত করার একটি গোপন কৌশল হলো ‘Developer Options’ থেকে অ্যানিমেশন কমিয়ে দেওয়া।
ফোনের Settings > About Phone-এ গিয়ে ‘Build Number’-এ পরপর ৭ বার ট্যাপ করুন।
এরপর ‘Developer Options’-এ গিয়ে Window animation scale, Transition animation scale এবং Animator duration scale কমিয়ে .5x করে দিন। এতে ফোনের রেসপন্স টাইম অনেক দ্রুত হবে।
বিশেষ পরামর্শ:সপ্তাহে অন্তত একবার ফোনটি রিস্টার্ট (Restart) করুন। এতে মেমোরিতে থাকা ছোটখাটো ত্রুটিগুলো স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যায়। উপরের পদ্ধতিগুলো অনুসরণ করার পরেও যদি সমস্যার সমাধান না হয়, তবে ফোনের সব ডেটা ব্যাকআপ রেখে একবার ‘Factory Data Reset’ দিয়ে দেখতে পারেন।
-এম. এইচ. মামুন










