ট্রফি জয়ের কথা বললেন চট্টগ্রাম রয়্যালসের বিদেশি ক্রিকেটার

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে বড় ভূমিকা রাখেন পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগ। দলের হয়ে অভিষেক ম্যাচেই দারুণ একটি ফিফটি হাঁকিয়ে নজর কাড়েন তিনি।

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬৯ বল খেলে ৮০ রানের ইনিংস উপহার দেন বেগ। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম রয়্যালসের এই বিদেশি ক্রিকেটার জানান, বিপিএলে তার লক্ষ্য শুধু ভালো খেলা নয়—ট্রফি জয়।

পাকিস্তানি ব্যাটার মির্জা বেগ বলেন, “আমি বিপিএল উপভোগ করছি। আমরা চেষ্টা করছি প্রতিটি ম্যাচে ভালো ক্রিকেট খেলতে, ভালো পারফর্ম করতে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে।”

দলের প্রস্তুতি ও কম্বিনেশন নিয়েও সন্তুষ্ট তিনি। বেগ বলেন, “আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। দলের কম্বিনেশনও ভালো। সামনে আরও কিছু ভালো মানের বিদেশি খেলোয়াড় যোগ দেবে, এতে দলের ভারসাম্য আরও শক্ত হবে।”

পরবর্তী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ তারকাসমৃদ্ধ রংপুর রাইডার্স। এই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে বেগ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, “প্রতিপক্ষ কে, সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আমরা নিজেদের খেলাটা কতটা ভালোভাবে খেলতে পারছি। নির্দিষ্ট দিনে কে কেমন খেলছে, সেটাই ম্যাচের ফল নির্ধারণ করে।”

তিনি আরও যোগ করেন, “আমাদের প্রস্তুতি ভালো, অনুশীলনও চলছে নিয়মিত। পরিস্থিতি বুঝে নিজেদের সেরাটা দিতে পারলেই ভালো ফল আসবে। আমরা আত্মবিশ্বাসী।”

চট্টগ্রাম রয়্যালসের এই পারফরম্যান্স ও আত্মবিশ্বাসে সমর্থকদের মাঝেও জেগেছে নতুন প্রত্যাশা—বিপিএলে এবার ট্রফির লড়াইয়ে তারা থাকবে শেষ পর্যন্ত।

রংপুর রাইডার্স-এর পরবর্তী ম্যাচটি আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২ঃ৩০ টায় শুরু হবে। পরবর্তী ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাসী এ পাকিস্তানি ব্যাটার।

এমইউএম/