আন্তর্জাতিক ব্যাডমিন্টনে রৌপ্যেই সন্তুষ্ট জুমার-ঊর্মি

ঢাকায় অনুষ্ঠিত ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে ফাইনালে উঠে আগেই ইতিহাস গড়েছিলেন আল আমিন জুমার ও ঊর্মি আক্তার। তবে স্বর্ণ জয়ের স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের মিশ্র দ্বৈতের এই জুটির। শনিবার ফাইনালে মালয়েশিয়ান জুটির কাছে পরাজিত হয়ে রৌপ্য পদক জিতেছেন তাঁরা।

ফাইনালের প্রথম সেটে লড়াই জমালেও দ্বিতীয় সেটে প্রতিপক্ষের সামনে টিকতে পারেননি জুমার-ঊর্মি। শেষ পর্যন্ত ২৭–২১ ও ২১–১৪ পয়েন্টের ব্যবধানে ম্যাচ হেরে যান তারা।

রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে ফাইনালে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। কালো ব্যাজ ধারণ করে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালন করেন। তবে আনুষ্ঠানিকতা না থাকলেও ফাইনালে ওঠার সুবাদে অর্থ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই জুটি।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যা ডন আল আমিন জুমার ও ঊর্মি আক্তারকে ৫০০ ডলার করে মোট ১ হাজার ডলার অর্থ পুরস্কার প্রদান করেন। একই সঙ্গে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশি কোচসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

ফাইনাল শেষে আল আমিন জুমার বলেন,
“প্রথমবার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারাটা আনন্দের। তবে চ্যাম্পিয়ন হতে না পারায় একটু খারাপ লাগছে। ওরা আমাদের চেয়ে সুযোগ-সুবিধা ও ট্রেনিংয়ে অনেক এগিয়ে। একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত—তিন বিভাগেই খেলেছি, তবু ক্লান্তি লাগেনি। আনন্দ নিয়েই খেলেছি। এবার পারিনি, ভবিষ্যতে অবশ্যই দেশের জন্য স্বর্ণ জিতব।”

অন্যদিকে ঊর্মি আক্তার বলেন,
“এসএ গেমস সামনে রেখে যে তিন মাসের ট্রেনিং করেছি, সেটার ফলেই ফাইনালে উঠতে পেরেছি। তবে ওদের সঙ্গে আমাদের পার্থক্য অনেক। বড় স্পন্সর, দীর্ঘমেয়াদি ট্রেনিং—এসব ওদের আছে, আমাদের নেই। আমরা যদি একই সুবিধা পেতাম, আরও অনেক দূর যেতে পারতাম। কারণ ওরাও মানুষ, আমরাও মানুষ।”

মিশ্র দ্বৈতের পাশাপাশি শনিবার আরও চারটি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরুষ এককে ভারতীয় দ্বন্দ্বে মেইরাবা মাইসনাম ২১–৭ ও ২১–১২ পয়েন্টে নুমাইর শাইককে হারিয়ে চ্যাম্পিয়ন হন। নারী এককে যুক্তরাষ্ট্রের ইসিকা জয়সোয়াল ভারতের তানভি রেড্ডিকে ২২–২০, ২১–২৩ ও ২১–১৫ পয়েন্টে পরাজিত করে স্বর্ণ জেতেন।

পুরুষ দ্বৈতের ফাইনালে ভারতের নিরঞ্জন–রুবান কুমার জুটি ভিয়েতনামের ড্যাং খাহ–ট্রান হোং জুটিকে ২১–১৯ ও ২১–১২ পয়েন্টে হারায়। নারী দ্বৈতের ফাইনালে থাইল্যান্ডের পাত্থারিন–সারিসা জানপেং জুটি মালয়েশিয়ার গ্যান মিন–তান জিং জুটিকে ২১–৭, ২০–২২ ও ২১–১৫ পয়েন্টে পরাজিত করে শিরোপা জেতে।

এমইউএম /