একক নির্বাচনে যাবে জেএসডি: তানিয়া রব

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) অভিযোগ করেছে, বিদ্যমান রাজনৈতিক পটভূমিতে বিএনপি সমঝোতার রাজনীতি ও ঘোষিত রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি ‘প্রত্যাশিত সম্মান ও নিষ্ঠা’ দেখাতে ব্যর্থ হয়েছে। এতে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া আরও জটিল ও অনিশ্চিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন’ বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অভিনন্দন জানান। তিনি বলেন, জাতীয় সংকট থেকে উত্তরণে বৃহত্তর ঐক্য জরুরি হলেও বর্তমান পরিস্থিতিতে জেএসডি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে।

সংবাদ সম্মেলনে জেএসডি ‘অংশীদারত্বের গণতন্ত্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার করে একক নির্বাচনী কৌশলের কথা জানায় এবং প্রয়োজন হলে রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকা শক্তিগুলোর সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পথ খোলা রাখার কথাও উল্লেখ করে।

সাবরিনা/