নানা নাটকীয়তা ও তিন দফা স্থগিতের পর অবশেষে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। তবে বারবার নির্বাচন পেছানোর কারণে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহের ঘাটতি। সার্বিক পরিস্থিতিতে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রার্থীরা।
কড়া নিরাপত্তা ও স্বচ্ছতার প্রতিশ্রুতি
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসের ভেতরে ও বাইরে টহল দিচ্ছেন। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে একযোগে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী জানান, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভোট গণনা প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “জকসু নির্বাচনকে নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর করতে প্রশাসন শতভাগ প্রস্তুত। ওএমআর মেশিনের মাধ্যমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।”
উৎসাহে ভাটা, সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্ররা
বারবার নির্বাচন পেছানোয় শিক্ষার্থীদের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ ছিল, তা এখন অনেকটাই ম্লান। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবিব বলেন, “৩০ ডিসেম্বর নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা ছিল, তা এখন নেই বললেই চলে। অনেক শিক্ষার্থী এরই মধ্যে বাড়ি চলে গেছেন।”
ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল বলেন, “এক সময় ভোটার ও প্রার্থীদের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ ছিল, তা এখন আর দেখা যাচ্ছে না।”
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, জকসুর ভিপি, এজিএসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে আটজন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। অনেক স্বতন্ত্র প্রার্থীকে শেষবার নির্বাচন পেছানোর পর আর প্রচারণায় দেখা যায়নি।
মাঠে যারা লড়ছেন
এই নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে ১৫৭ জন এবং হল সংসদের ১৩টি পodes বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জকসু নির্বাচনে প্রধান প্যানেলগুলো হলো:
-
ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’
-
ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’
-
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’
-
শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’
হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছে:
-
শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’
-
ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত ‘অপরাজিতার অগ্রযাত্রা’
-
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত ‘রোকেয়া পর্ষদ’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আজকের মধ্যেই ভোট গণনা শেষে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।








