ঢাকা মহানগর উত্তর বিএনপির বর্জ্য অপসারণ কর্মসূচি

ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর তিনশ’ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানস্থলে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে শুরু হওয়া এ কার্যক্রমে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকও নিজে অংশ নিয়ে কর্মসূচি তদারকি করেন।

সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় বলেছেন—আমরা যা কিছু করি, তা মানুষের কল্যাণে হতে হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিএনপি এই কার্যক্রম করছে।” তিনি আরও জানান, যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নতুন করে মেরামত করা হবে এবং সড়ক-পরিবেশ পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পুরোপুরি বর্জ্য অপসারণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

সাবরিনা রিমি/