২০২৫ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী রংপুর জেলার সংসদীয় ছয়টি আসনে এবার ভোটার বেড়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৯৭ জন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং পরবর্তীতে অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকায় ভোটার সংখ্যা বেড়েছে। স্বচ্ছতা বজায় রাখতে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন। এর মধ্যে নারী ভোটার ছিলেন ১২ লাখ ২০ হাজার ৩৯৪ জন, পুরুষ ভোটার ছিলেন ১২ লাখ ১২ হাজার ৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২৪ জন। মোট ভোট কেন্দ্র ছিল ৮৫৮টি।
এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের আট উপজেলা মিলে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জনে। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার ৩১ জন। জেলার ছয়টি আসনে মোট কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৩টিতে।
২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৯৭ জন। বিশেষ করে নারী ও নতুন ভোটার বৃদ্ধির হার নির্বাচনকে ঘিরে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা। নতুন ভোটারদের সিংহভাগই তরুণ। যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।
-এম. এইচ. মামুন










