‘জাতীয় বাল পুরস্কার’ নিয়ে মোদির সঙ্গে দেখা বৈভবের

নয়াদিল্লিতে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানটি বৈভবের ক্যারিয়ারে এক ঐতিহাসিক মুহূর্ত। বুধবার তিনি দিল্লিতে পৌঁছান। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেবেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে বৈভবসহ অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

এই সম্মান যেমন গর্বের, তেমনি এর জন্য একটি ত্যাগও করতে হচ্ছে বৈভবকে। পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে তিনি বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচগুলো খেলতে পারছেন না। মাঠের বাইরে থাকা যেকোনো খেলোয়াড়ের জন্য কঠিন। তবে জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়া বিরল ও মর্যাদার।

সাম্প্রতিক পারফরম্যান্সই বৈভবকে এনে দিয়েছে এই সম্মান। অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের প্রথম ম্যাচে তিনি খেলেন অবিশ্বাস্য এক ইনিংস। মাত্র ৮৪ বলে করেন ১৯০ রান। এই বিধ্বংসী ইনিংস ঘরোয়া ক্রিকেটে তাকে সবচেয়ে আলোচিত ব্যাটারদের একজন করে তোলে। তার আগেও তিনি আলো ছড়িয়েছেন। সব ধরনের ক্রিকেটে তিনি চলতি বছর সেঞ্চুরি করেছেন ৫টি। আর তাতেই তিনি এই পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছেন।

উল্লেখ্য- মাত্র ১৪ বছর বয়সেই নজির গড়েছেন বৈভব সূর্যবংশী। বিহারের এই কিশোর ক্রিকেটার নিজের ব্যাটিং দিয়ে যেমন সবাইকে তাক লাগিয়েছেন, তেমনি পেয়েছেন দেশের অন্যতম সর্বোচ্চ শিশু সম্মান। আজ শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাকে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর জাতীয় বাল পুরস্কার।

 

-এম. এইচ. মামুন