রেকর্ড গড়া সেঞ্চুরিতে হাবিবুর এখন ৫০ লাখ টাকার খেলোয়াড়

ফ্র্যাঞ্চাইজি নিলাম অনেকটা লটারির মতো। কখন কার দাম হঠাৎ বেড়ে যায়, আবার কখন কেউ দলই পান না—আগেভাগে বলা কঠিন। তবু কিছু ক্ষেত্রে আন্দাজ করা যায়। এবারের বিপিএল নিলামে যেমনটা হয়েছিল হাবিবুর রহমানকে নিয়ে।

আগে থেকেই ধারণা ছিল, তিনি ভালো দামে বিক্রি হতে পারেন। কাল নিলামে সেটাই হলো। ‘ডি’ ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটারকে নোয়াখালী এক্সপ্রেস কিনেছে ৫০ লাখ টাকায়, যেখানে তাঁর ভিত্তিমূল্য ছিল মাত্র ১৮ লাখ।

চড়া দামে বিক্রি হওয়ার পেছনে কারণ একটাই—পারফরম্যান্স। শুধু রাইজিং স্টারস এশিয়া কাপ নয়, অনেক দিন ধরেই বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে আলো ছড়াচ্ছেন হাবিবুর। সর্বশেষ এশিয়া কাপেই তিনি সবচেয়ে বেশি নজর কেড়েছেন।

রাইজিং স্টারস এশিয়া কাপে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হংকং চায়নার বিপক্ষে করেছিলেন মাত্র ৩৫ বলে সেঞ্চুরি। সেটি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে রেকর্ড ছিল পারভেজ হোসেনের, যিনি ২০২০ সালের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন।

রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে হাবিবুর খেলেন ৬৫ রানের ইনিংস। সব মিলিয়ে টুর্নামেন্টের ৫ ম্যাচে করেন ২২৮ রান। গড় ছিল ৫৭। তবে সবচেয়ে চোখে পড়েছিল তাঁর স্ট্রাইকরেট—১৮২.৪০। মেরেছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২১টি ছক্কা।