ঘন কুয়াশায় ঢাকার বিমান চলাচল বিঘ্ন, কয়েকটি ফ্লাইট কলকাতায় অবতরণ

সূত্র : ইত্তেফাক

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে ভারতের কলকাতায় ডাইভার্ট করা হয়। এর মধ্যে কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে। পরে রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে আসা বিমানের আরেকটি ফ্লাইটও কলকাতায় অবতরণ করে।

একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া ও সালাম এয়ারের কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ের দুই থেকে চার ঘণ্টা বিলম্বে ঢাকায় পৌঁছায়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ঘন কুয়াশার কারণেই ফ্লাইট ডাইভার্ট করতে হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে, যা সড়ক ও নৌ যোগাযোগ ব্যাহত করতে পারে।

সাবরিনা/