দেশে ফেরার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে এ ফোনালাপ হয়।
আলাপকালে তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানান।
তারেক রহমান বলেন, নিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে। এসব ব্যবস্থার জন্য তিনি নিজের ও পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌজন্য ও শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়।
এমইউএম/










