বিপিএল শুরুর ঠিক এক দিন আগে (আজ ২৫ ডিসেম্বর ২০২৫) আর্থিক সংকটের কারণে বড়সড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পেরে দলটির মালিকানা ছেড়ে দিয়েছে বর্তমান স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ‘ট্রায়াঙ্গাল সার্ভিসেস’।
কেন মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস?
-
আর্থিক সংকট: ফ্র্যাঞ্চাইজিটির মালিক আবদুল কাইয়ুম বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছেন যে, তারা প্রত্যাশা অনুযায়ী স্পন্সর খুঁজে পাননি। ফলে ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
-
পারিশ্রমিক বকেয়া: নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজিটি তা পরিশোধ করতে পারেনি।
-
ব্যাংক গ্যারান্টি সমস্যা: তারা বিসিবিকে ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও জমা দেয়নি।
-
বিদেশি ক্রিকেটারদের অনীহা: পারিশ্রমিক না পাওয়ায় দলের বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার বাংলাদেশে আসতে অসম্মতি জানিয়েছেন। ইতিমত্যে পাকিস্তানের আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন।
এখন কী হবে?
বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, কোনো ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব পালনে ব্যর্থ হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বয়ং সেই দলের দায়িত্ব গ্রহণ করে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান জানিয়েছেন, তারা চিঠি পেয়েছেন এবং ক্রিকেটারদের সাথে আলোচনা করছেন। টুর্নামেন্ট ঠিকভাবে চালিয়ে নিতে বিসিবিই এখন চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিতে যাচ্ছে।
আগামীকাল (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে চট্টগ্রাম রয়্যালসের।
-এম. এইচ. মামুন










