দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে সিনেপাড়া ও ভক্তমহলে। কখনো একসঙ্গে সিনেমার প্রচার, কখনো ছুটির ছবি—সব মিলিয়ে নানা ইঙ্গিত মিললেও দুজনই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে এবার সেই গুঞ্জন যেন নতুন মাত্রা পেয়েছে। কারণ, শোনা যাচ্ছে খুব শিগগিরই প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে যাচ্ছেন এই জনপ্রিয় তারকা জুটি।
দক্ষিণী ও বলিউডের একাধিক সংবাদমাধ্যমের দাবি, আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের একটি রাজপ্রাসাদে বসতে পারে বিজয়-রাশমিকার বিয়ের আসর। রাজকীয় আয়োজন, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন আর ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজন অতিথি—এমন পরিকল্পনাই নাকি চলছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিজয় কিংবা রাশমিকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবু খবরটি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
এরই মধ্যে বিয়ের জল্পনাকে আরও উসকে দিয়েছে তাঁদের সাম্প্রতিক বিদেশযাত্রা। হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে অজানার উদ্দেশে উড়াল দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। পাপারাজ্জিদের নজর এড়াতে তাঁরা ছিলেন ভীষণ সতর্ক। দুজনের পরনেই ছিল ধূসর রঙের হুডি, মুখে কালো মাস্ক—একেবারে সাদামাটা লুক। চেষ্টা ছিল আলাদা করে যেন কেউ চিনতে না পারে।
তবে তারকাদের ক্ষেত্রে গোপনীয়তা ধরে রাখা সহজ নয়। ক্যামেরা এড়িয়ে তাঁরা বিমানবন্দরের ভেতরে ঢুকলেও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের চোখ এড়ায়নি যে একই সময়, একই জায়গা থেকে প্রায় একই রকম পোশাকে দুজনের যাত্রা—যা নতুন করে সম্পর্কের জল্পনা জাগিয়েছে।
এই সফরের পরই বিজয় দেবেরাকোন্ডা নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যা নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। ছবিতে দেখা যায়, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি শেষে বিমানবন্দরে বসে বিশ্রাম নিচ্ছেন তিনি। তাঁর হাতে ধরা একটি পোলারয়েড ছবি, যা অনেকের ধারণা অনুযায়ী রাশমিকা নিজেই তুলেছেন। ছবির ক্যাপশনে বিজয় লেখেন, ‘কয়েক মাসের হাড়ভাঙা খাটুনির পর এবার ছুটির সময়।’ এই একটি লাইনই ভক্তদের কাছে যথেষ্ট ছিল নতুন করে অনুমান করার জন্য।
অন্যদিকে রাশমিকা মান্দানা এখনো নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে কোনো ছবি শেয়ার করেননি। তবে তাঁর নীরবতাও যেন অনেক কিছু বলে দিচ্ছে। ভক্তদের ধারণা, বছরের শেষটা দুজন একসঙ্গে কাটাতেই এই বিদেশযাত্রা। তাই অনেকেই এই ভ্রমণকে মজা করে ‘বিয়ের আগে শেষ ব্যাচেলর হানিমুন’ বলছেন।
সব মিলিয়ে বিজয়-রাশমিকার প্রেমকাহিনি এখন আর শুধু গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ নেই। বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, তাঁদের একসঙ্গে সময় কাটানো ও ইঙ্গিতপূর্ণ পোস্ট ভক্তদের বিশ্বাস আরও পোক্ত করছে—দক্ষিণী সিনেমা খুব শিগগিরই পেতে যাচ্ছে নতুন এক তারকা দম্পতি।
বিথী রানী মণ্ডল/










