ক্লাব কিনে ফুটবলে ফেরার পরিকল্পনা দানি আলভেসের

একসময় বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ট্রফি জেতা খেলোয়াড়ের খেতাব ছিল দানি আলভেসের। ৪৩টি ট্রফি জেতা এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বর্ণাঢ্য ক্যারিয়ার ২০২৩ সালে বড় ধাক্কা খায়। এক নারীকে যৌন হেনস্থার ঘটনায় মুহূর্তেই বিশ্বসেরা ফুটবলারদের একজন থেকে জেল খাটা আসামিতে পরিণত হন তিনি। এক বছরেরও বেশি সময় পর জামিনে মুক্ত হয়ে সম্প্রতি সেই মামলায় খালাস পান আলভেস।

সবকিছুর পরও ফুটবলের প্রতি ভালোবাসা আগের মতোই আছে তার। তাই খেলায় ফেরার পরিকল্পনা করছেন আলভেস। তবে কোনো ক্লাব তাকে নিতে আগ্রহ না দেখানোয় ভিন্ন পথ বেছে নিয়েছেন তিনি—নিজেই একটি ফুটবল ক্লাব কিনে মাঠে ফেরার সিদ্ধান্ত।

২০২২ সালের ডিসেম্বর মাসে একটি পার্টিতে ঘটে যাওয়া ঘটনার পর আলভেসকে গ্রেপ্তার করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর ফুটবলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও কোনো দল তার সঙ্গে চুক্তি করতে রাজি হয়নি। এরপরই ৪২ বছর বয়সী এই তারকা ক্লাব মালিক হওয়ার সিদ্ধান্ত নেন।

পর্তুগালের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আলভেস দেশটির তৃতীয় ডিভিশনের ক্লাব সাও হোয়াও দে ভের মালিকানা নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। প্রাথমিকভাবে ক্লাবের ৫০ শতাংশ মালিকানা নেবেন তিনি। একই সঙ্গে সেখানে খেলোয়াড় হিসেবে ছয় মাসের চুক্তিতে মাঠে নামার পরিকল্পনাও রয়েছে তার। এরপর অবসর নিয়ে ক্লাবের বাকি ৫০ শতাংশ মালিকানাও কিনে নেওয়ার ইচ্ছা আলভেসের।

বর্তমানে এই ক্লাবে তিনজন ব্রাজিলিয়ান ফুটবলার খেলছেন, যাদের একজন সাবেক পালমেইরাস উইঙ্গার ওয়াশিংটন।

উল্লেখ্য, দানি আলভেস শেষবার খেলেছেন ২০২৩ সালের জানুয়ারিতে। মেক্সিকোর লিগা এমএক্সে পুমাসের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। গ্রেপ্তারের পরপরই তার সঙ্গে চুক্তি বাতিল করে দেয় ক্লাবটি।

এমইউএম/