বিদায়ের গুঞ্জন পেছনে ফেলে প্রিমিয়ার লিগে সেরাদের কাতারে মার্তিনেজ

মৌসুম শুরুর আগে ভবিষ্যৎ নিয়ে হঠাৎ করেই শঙ্কায় পড়ে গিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। অ্যাস্টন ভিলা থেকে আর্জেন্টিনার তারকা গোলকিপারের বিদায় প্রায় নিশ্চিত বলেই ধরে নিয়েছিলেন অনেকেই। ‘বাজপাখি’ মার্তিনেজ নিজেও ইঙ্গিত দিয়েছিলেন ক্লাব ছাড়ার। তবে শেষ পর্যন্ত ঠিকানা বদলাননি বিশ্বকাপজয়ী এই গোলকিপার।

অ্যাস্টন ভিলাতেই থেকে গোলপোস্ট সামলানোর কাজ দারুণভাবে করে চলেছেন মার্তিনেজ। ২০২৫–২৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে সেরা গোলকিপারদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে মার্তিনেজের ক্লাব অ্যাস্টন ভিলাও। উনাই এমিরির শিষ্যরা বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। ১৭ ম্যাচে ১১ জয়, ৩ ড্র ও ৩ হারে ভিলার সংগ্রহ ৩৬ পয়েন্ট। শীর্ষে থাকা আর্সেনাল থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

এই ১৭ ম্যাচের মধ্যে ১৩টিতেই ভিলার গোলপোস্টের নিচে ছিলেন মার্তিনেজ। লিগে সব ম্যাচ না খেললেও সেভের দিক থেকে সবার ওপরে অবস্থান করছেন ৩৩ বছর বয়সী এই গোলকিপার। মৌসুমের প্রায় মাঝামাঝি সময়ে এসে তার শট সেভের হার ৭৯ দশমিক ৬ শতাংশ। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সান্ডারল্যান্ডের গোলকিপার রবিন রোয়েফস, যার সেভের হার ৭৭ দশমিক ৬ শতাংশ।

তবে ক্লিনশিটের হিসেবে মার্তিনেজ তুলনামূলকভাবে পিছিয়ে আছেন। এ তালিকায় শীর্ষে রয়েছেন আর্সেনালের গোলকিপার ডেভিড রায়া, যার ক্লিনশিট সংখ্যা নয়টি। মার্তিনেজের ক্লিনশিট চারটি। ১৩ ম্যাচে তিনি ১০টি গোল হজম করেছেন এবং একটি পেনাল্টি ঠেকাতে সক্ষম হয়েছেন।