ভারতকে হারিয়ে বড় জয় পাকিস্তানের, প্রতি ক্রিকেটার পাবেন ১০ মিলিয়ন রুপি

মাস তিনেক আগে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে নানা নাটকীয়তায় এখনো সেই ট্রফি সূর্যকুমার-বুমরাহরা হাতে তুলতে পারেননি। এরই মধ্যে গতকাল (রোববার) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আবারও মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেখানে একপেশে লড়াইয়ে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল তোলে ৩৪৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল মাত্র ২৬.২ ওভারেই ১৫৬ রানে অলআউট হয়ে যায়। ফলে যুব এশিয়া কাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের ব্যবধানে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এমন বড় জয় পাকিস্তানি যুবারাদের আনন্দকে দ্বিগুণ করেছে। জাতীয় দলে ২০২২ সালের পর ভারতের বিপক্ষে জয় না পাওয়ায় যুব পর্যায়ের এই সাফল্যে কিছুটা আক্ষেপ ঘুচেছে পাকিস্তানের।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের অধিনায়ক সরফরাজ আহমেদ জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতিটি ক্রিকেটারকে ১০ মিলিয়ন রুপি করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এই ক্রিকেটাররা দেশকে গর্বিত করবে।

শিরোপা জয়ের পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন দলের ক্রিকেটাররা। সে বিষয়ে সরফরাজ বলেন, প্রধানমন্ত্রী খেলোয়াড়দের প্রশংসা করে বলেছেন—অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শন করেছে এবং এই সাফল্যের পেছনে ক্রিকেটার ও কোচিং স্টাফদের ছিল ক্লান্তিহীন পরিশ্রম।

ফাইনালে পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন সামির মিনহাস, যিনি ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পাশাপাশি মিডল অর্ডারে ৭২ বলে ৫৬ রান করা আহমেদ হুসাইনের প্রশংসাও করেন সরফরাজ।

তবে ম্যাচ চলাকালে ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ম্যাচজুড়ে ভারতীয় খেলোয়াড়দের আচরণ ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে অনৈতিক ছিল। তবে পাকিস্তান দল স্পোর্টসম্যানশিপ বজায় রেখেই বিজয় উদযাপন করেছে। ক্রিকেটে সবসময়ই স্পোর্টসম্যানশিপ বজায় রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এমইউএম/