এআই যুদ্ধঃ যুক্তরাষ্ট্রকে টেক্কা দিবে চীনের ‘ম্যানহাটান প্রজেক্ট’

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ঘিরে বৈশ্বিক প্রতিযোগিতা আর সফটওয়্যার বা অ্যালগরিদমে সীমাবদ্ধ নেই। চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যে প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা বর্তমানে একটি ‘শীতল যুদ্ধে’ রূপ নিচ্ছে। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে সেমিকন্ডাক্টর বা উন্নত চিপ উৎপাদনের নিয়ন্ত্রণ।

রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, এক্সট্রিম আলট্রাভায়োলেট (ইইউভি) লিথোগ্রাফি মেশিনটি অত্যাধুনিক সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের সক্ষম, যা কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্টফোন এবং পশ্চিমা সামরিক আধিপত্যের বিপরীতে গুরুত্বপূর্ণ ‘ওয়েপন’ হিসেবে ব্যবহার করবে চীন।

২০২৫ সালের শুরুতে এই প্রোটোটাইপ মেশিনটি  তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে দাবি করেছে রয়টার্স। চিপ বানানোর মেশিনটি প্রায় পুরো ফ্যাক্টরি ফ্লোর জুড়ে বিস্তৃত। এটি তৈরি করেতে কাজ করছে অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস লিথোগ্রাফি (এএসএমএল)-র প্রাক্তন এক্সপার্ট ইঞ্জিনিয়াররা।

এএসএমএল-এর সিইও ক্রিস্টোফ ফুকুয়ে অনেকটা অহংকার করেই বলেন, চীনের জন্য এমন প্রযুক্তি বিকাশে ‘অনেক বছর’ সময় লাগবে।

প্রতিবেদনটি ইঙ্গিত দেয় যে বিশ্লেষকদের পূর্বানুমানের চেয়ে চীন সেমিকন্ডাক্টরে সফলতা অর্জনের দিকে অনেক বছর এগিয়ে থাকতে পারে।

 

রয়টার্স/মাহমুদ