ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নাম মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নামফলক মুছে সেটিকে ‘শহীদ ওসমান হাদি হল’ হিসেবে ঘোষণা করেছে হলের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংসদ।

গতকাল শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে হলের মূল প্রবেশপথের নামফলক পরিবর্তন এবং দেয়ালে থাকা গ্রাফিতি মুছে ফেলার মাধ্যমে এই প্রতীকী নামকরণ করা হয়।

ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদের নেতৃত্বে একটি ক্রেন হলের সামনে আনা হয়। রাত পৌনে ১০টার দিকে ক্রেনের সাহায্যে হলের মূল ফটকের উপরে থাকা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ লেখা নামফলকটি মুছে দেওয়ার কাজ শুরু হয়।

পরবর্তীতে রাত সোয়া ১১টার দিকে হলের মূল ভবনে থাকা শেখ মুজিবুর রহমানের বড় একটি গ্রাফিতিও রঙ দিয়ে মুছে দেন শিক্ষার্থীরা। নামফলক মোছার পর সেখানে ব্যানার ও হাতে লেখা পোস্টারে ‘শহীদ ওসমান হাদি হল’ লিখে দেওয়া হয়।

হল সংসদের বক্তব্য
নাম পরিবর্তনের বিষয়ে হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মুছলিমুর রহমান বলেন, “এটি সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। ২৪-এর গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ওসমান হাদির শাহাদাতের পর শিক্ষার্থীরা আর কোনো ফ্যাসিবাদের প্রতীকের নামে এই হলের নাম রাখতে চায় না। তাই আমরা শিক্ষার্থীদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছি।”

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ জানান, হলের প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীর গণস্বাক্ষর নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা ইতোপূর্বেও প্রশাসনের কাছে নামকরণের আবেদন জানিয়েছিলেন, কিন্তু প্রশাসনিক ধীরগতির কারণে শিক্ষার্থীরা নিজেরাই এই উদ্যোগ নিয়েছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গতকাল ২০ ডিসেম্বর সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়।