ছেলেকে ছেড়ে বাইরে ভিকি, দিল্লি সফরে জানালেন বাবা হওয়ার আনন্দ

অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কইফ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ৭ নভেম্বর তাঁদের পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা। নতুন বাবা ভিকি কৌশল পিতৃত্বযাপনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করছেন। ছেলে হওয়ার পরে সদ্যোজাতকে এক মুহূর্তও চোখের আড়াল করতে রাজি নন নায়ক।

সম্প্রতি একটি অনুষ্ঠানের জন্য দিল্লি গিয়েছিলেন ভিকি। সেখানেই সদ্যোজাতের সঙ্গে কাটানো মুহূর্তের কথা ভাগ করে নিলেন। তিনি বলেন, “ছেলেকে বাড়িতে রেখে দূরে কোথাও যেতে খুব কষ্ট হয়। যদিও এটি ও হওয়ার পরে শহরের বাইরে আমার প্রথম সফর। আমার দৃঢ় বিশ্বাস, বড় হয়ে যখন ছেলে এই ভিডিয়ো দেখবে, নিশ্চয়ই গর্ববোধ করবে।”

ভিকি আরও জানালেন, “রাতের কাজের সময়ে কখনও কখনও ছেলের জন্য জাগতে হয়, কিন্তু সেটা আমার জন্য একধরনের আনন্দ। প্রতিটি কান্না, প্রতিটি হাসি আমাকে আরও সংযুক্ত করে ওর সঙ্গে। আমি চাই ছোটবেলা থেকেই ছেলেকে নিরাপদ ও প্রিয়ভাবে পালন করতে।”

অভিনেতার ঘনিষ্ঠরা বলছেন, ভিকি এখন পুত্রসন্তানের সঙ্গে কাটানো মুহূর্তকে সবকিছুর উপরে রাখছেন। শহরের বাইরে থাকলেও বারবার ফোনে ও ভিডিও কলের মাধ্যমে ছেলের সঙ্গে সংযোগ রাখেন। ভিকি ও ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধুরা জানাচ্ছেন, এই নতুন অধ্যায় তাঁদের জন্য এক রূপান্তরমূলক অভিজ্ঞতা।

নতুন বাবা হিসেবে ভিকি কৌশল শুধু দায়িত্বশীলই নন, বরং সন্তানকে ঘিরে প্রতিটি মুহূর্তকে উদযাপন করছেন। নিজের পেশাগত ব্যস্ততা মাঝেও তিনি নিশ্চিত করছেন, ছেলের সঙ্গে সম্পর্কের প্রতিটি পদক্ষেপে উপস্থিত থাকবেন। পিতৃত্বে এই নতুন অভিজ্ঞতা তাঁকে আরও মানবিক ও সংবেদনশীল করে তুলেছে।

বিথী/