‘ভালোবাসার সীমা নাই’

এক গানের ভিডিওতে দেখা দিলেন টাঙ্গাইলের চার শিল্পী। আজ বিকাল তিনটায় প্রকাশ হলো তাদের ‘ভালোবাসার সীমা নাই’ শিরোনামের একটি গানের ভিডিও। এ গানে কণ্ঠ দিয়েছেন শেখ সোলায়মান, রাকিব এবং ‘ঘুড়ি’খ্যাত লুৎফর হাসান। দোতারায় সুর ছড়িয়েছেন ফাহিমা আহমেদ শিফা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ সোলায়মান ও রাকিব বেশ জনপ্রিয়। টাঙ্গাইলের প্রকৃতি ও পরিবেশে বেড়ে ওঠা লুৎফর হাসানের নেতৃত্বেই গানের পরিকল্পনা থেকে শুরু করে শুটিং—সবকিছুই সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে।

গানটির গীতিকার-সুরকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান বলেন, ‘‘এ গানটির শিল্পীরা সবাই টাঙ্গাইল এলাকার। আমরা সবাই মিলে পরিকল্পনা করেছি। টাঙ্গাইলের যমুনার চর ও হেমনগর জমিদার বাড়িতে গানটির শুটিং হয়েছে। এখানকার হাওয়া, মাটি আর বাতাস আমাদের খুব চেনা। একই অঞ্চলের সন্তানেরা এক গানে একত্রিত হয়েছি এটা আমাদের জন্য অনেক আনন্দের।’’

তিনি আরও বলেন, ‘‘যেসব লোকেশনে গানটির শুটিং হয়েছে, এর আগে সেখানে কখনো শুটিং হয়নি, যা এই মিউজিক ভিডিওকে আলাদা মাত্রা দিয়েছে।’’

‘ভালোবাসার সীমা নাই’ গানটির সঙ্গীতায়োজনে তরিক। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। এটি প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে।

মাহমুদ সালেহীন খান