বৃহস্পতিবার ঢাকায় রবির কর্পোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জিয়াদ সাতারা বলেন, জানুয়ারিতে নিলাম। রবি মনে করে, নির্বাচনের আগে তরঙ্গ নিলাম হওয়া উচিত নয়। কারণ বিনিয়োগের জন্য এটা উপযুক্ত সময় নয়। কারণ, তরঙ্গ নিলামে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। বিনিয়োগকারীদের জানাতে হবে দেশের রাজনৈতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ কেমন। এখন একটা অন্তর্বর্তীকালীন সময় চলছে। নির্বাচনের পর অন্তর্বর্তীকালীনের পরিবর্তে একটি দীর্ঘমেয়াদী সরকার এলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তখন নিলাম আকর্ষণীয় হবে।
একিভূত হওয়ার পরও এখনও এয়ারটেলের নামে ব্যবসার বিষয়ে অন্য মোবাইল কোম্পানিগুলোর অভিযোগের বিষয়ে সাহেদ আলম বরেন, এখন মূল কোম্পানি রবি। এয়ারটটেল একটা ব্র্যান্ড। এমন আরও বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। অন্য কোম্পানিগুলোরও এ ধরনের ব্র্যান্ড ব্যবসা রয়েছে। তাদের ব্র্যান্ডগুলোর তুলনায় এয়ারটেলের ব্যবসা ভালো। তাই ঈর্ষান্বিত হয়ে বার বার বিটিআরসিতে অভিযোগ করে।
মামুন










