অবিক্রিত হ্যান্ডসেটের তথ্য নিতে এনইআইআর চালু পেছাল

মোবাইল ফোন ব্যবসায়ীদের অবিক্রিত হ্যান্ডসেটের তথ্য দাখিলের সময়সীমা বাড়িয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগে সিদ্ধান্ত ছিল, ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে এনইআইআর সিস্টেম চালু হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক মোবাইল ফোন ব্যবসায়ী তাদের অবিক্রিত বা মজুদ থাকা হ্যান্ডসেটের তথ্য জমা দিতে না পারায় সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

এখন এনইআইআর সিস্টেম চালু হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে। একই সঙ্গে অবিক্রিত ও মজুদ থাকা মোবাইল হ্যান্ডসেটের তথ্য দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানায়, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীর কাছে পূর্বে আমদানিকৃত কিন্তু এখনও বিক্রি না হওয়া হ্যান্ডসেটগুলোর আইএমইআই নম্বর ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করা জরুরি। এতে এসব হ্যান্ডসেট বৈধভাবে মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত করা সহজ হবে।

যেসব ব্যবসায়ী এখনো তথ্য দাখিল করতে পারেননি, তাদের নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। তথ্য পাঠাতে হবে বিটিআরসির নির্ধারিত ইমেইল (neir@btrc.gov.bd) ঠিকানায়।

মামুন