“আগামীকাল ওসমান হাদির জানাজা কেন্দ্র করে সারাদেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র“ এমন মন্তব্য করেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।
সায়ের আরও বলেন- ”জানাজা’র নামে লোকসমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে। যার অংশ হিসেবে বিদেশী দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারী স্থাপনায় হামলার চেষ্টা করা হতে পারে।
এরই ধারাবাহিকতায় ৩০/৩১ ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরো কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তুলতে চেষ্টা করবে একই চক্র।
গুম ও খুনের মতো নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথাযথ বিচারের কোন বিকল্প নেই, কিন্তু সেটা দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করা উচিত।
এছাড়াও গুম কমিশনের বিভিন্ন ইন্টারভিউতে কমিশনের সদস্য নয় এমন এক ব্যক্তি – খন্দকার রাকিব বিভিন্ন ব্যক্তির জেরার সময় উপস্থিত থেকে ভিডিও করেছেন মর্মে জানা যায়। তিনি কার অনুমতিতে ঠিক কোন ক্যাপাসিটিতে সেখানে উপস্থিত ছিলেন এবং কি উদ্দেশ্যে ভিডিও ধারণ করেছেন সেটাও জানা গুরুত্বপূর্ণ।“
উল্লেখ্য- আগামীকাল (শনিবার) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মামুন










