টাঙ্গাইলে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুল ছাত্র নিহত

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন স্কুল ছাত্র নিহত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) উপজেলার ধলাপাড়া সড়কের সরিষা আটা মোড়ে সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন ঘাটাইল ধলাপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অহেদুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহ জালালের ছেলে আবু বক্কর এবং মৃত রমজান আলীর ছেলে শাহীন। নিহতরা তিনজনেই ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম বলেন-, নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। শুনেছি মরদেহ গুলো তাদের পরিবার এসে নিয়ে গেছে।