ফেনী প্রতিনিধি: ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার নির্বাচন কাল। প্রথমবারের মতো এ পৌরসভায় ব্যালটের বদলে ভোট হবে ইভিএমে। ভোট কেমন হবে, কে জিতবে তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে বিস্তর জল্পনা-কল্পনা। সরগরম চায়ের আড্ডা কিংবা রাস্তার মোড়ে মোড়ে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সোমবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২ থেকে থেকে ৯টি ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটারা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
জানা গেছে, এবার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান পৌর মেয়র এ মোহাম্মদ মোস্তফা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কম্পিউটার প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য সাংবাদিক নূর মো. জাকির হায়দার (সুমন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত থাকছে। ভোটারদের স্বাস্থ্যসুরক্ষার সব ধরনের ব্যবস্থা রেখে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ছাগলনাইয়া পৌরসভায় ৩৫ হাজার ৬শ’ ৫৯ জন ভোটার এই দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ১৩টি কেন্দ্রে সবগুলি বুথ প্রস্তুত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন বজায়ের লক্ষে ৪ শ’ মতো আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়া ১০ জন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা যদি বিরুপ মনে হয়; তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা।