মো. আশরাফুল ইসলাম রিপন, সম্পাদক ও প্রকাশক
পাঠকপ্রিয় দৈনিক আলোকিত স্বদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শুভ জন্মদিন দৈনিক আলোকিত স্বদেশ। প্রতিষ্ঠার পর থেকে হাঁটি হাঁটি পা পা একটি বছর অতিক্রম করলো পত্রিকাটি। মহামারী করোনাভাইরাসের এই সময়ে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে সংবাদপত্রটি। সাদাকে সাদা আর কালোকে কালো বলা আমাদের ধণুভাঙা পণ।
গণমাধ্যমে গতানুগতিক ধরার বাইরে গিয়ে কিছু নতুনত্ব নিয়ে প্রকাশিত হচ্ছে দৈনিক ‘আলোকিত স্বদেশ’। যা ইতোমধ্যে পাঠকসমাদ্রিত হয়েছে। আমরা আশা করছি অচিরেই পত্রিকাটি দেশের প্রত্যন্ত অঞ্চলের পাঠকের কাছে পৌঁছে দিতে পারবো।
পত্রিকাটিতে রাজনীতি, শিক্ষা-সাহিত্য, আন্তর্জাতিক, বিনোদন, গ্ল্যামার ওয়াল্ড, হেলথ টিপস্ ছাড়াও থাকছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সাম্প্রতিক খবর। আরও থাকছে সমাজের সব অনিয়মের বিশেষ খবর। সারাদেশের একঝাঁক তরুণ সংবাদকর্মীদের নিয়ে আমাদের পথচলা।
প্রবীণ সংবাদকর্মীদের তত্বাবধানে দেশের খ্যাতিমান লেখক, সাহিত্যিকদের বিশ্লেষণধর্মী ও গবেষণামূলক লেখা পত্রিকাটিকে করেছে অলংকৃত। মুক্তমন আর বাকস্বাধীনতার সমন্বয়ে আমরা সমসাময়িক সংবাদ প্রচারে সচেষ্ট থাকবো।
নানা কারণে পত্রিকা জন্ম নেয় ও মরে যায়। পাঠকের কাছে গ্রহণযোগ্যতা না পেলে শুধু বিজ্ঞাপণ একটি পত্রিকাকে বাঁচিয়ে রাখতে পারে না। আধুনিক পত্রিকা হিসেবে আলোকিত স্বদেশ ভিন্ন ধাচের একটি সংবাদপত্র। কারণ সব শ্রেণি পেশার মানুষের চাহিদা পূরণে তৎপর থাকে পত্রিকাটি।
প্রতিষ্ঠাবার্ষিকীকে সাফল্যেও এ প্রান্তে এসে যারা বিভিন্নভাবে আমাদের সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের প্রতি রইল আলোকিত স্বদেশ পরিবারের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা।