গরমের আরামদায়ক কাপড়

আলোকিত স্বদেশ ডেস্কঃ

গ্রীষ্মকালের এই ভ্যাপসা গরমে এমন পোশাক পরতে হবে  যা ফ্যাশনেবল হওয়ার পাশাপাশি আরামও দেবে। নরম ও আরামদায়ক এমনই কয়েকটি ফেব্রিকের খোঁজ থাকছে আজ  পাঠকদের জন্য।

১) লিলেন ও সুতির মিশ্রণে তৈরি হয় লন কাপড়। এটি হালকা ও ভীষণ আরামদায়ক। খানিকটা স্বচ্ছ ধরনের লন কাপড় মসৃণ ও নরম। গরমে আরাম পেতে লন কাপড়ের  তৈরি কামিজ, কুর্তি কিংবা শার্ট অনেক আরামদায়ক হবে এই গরমে । ছোটদের পোশাক কিংবা রাতের পোশাক হিসেবেও লন কাপড়ের ব্যবহার স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে।

২) সুতির পাশাপাশি কিছু প্রাকৃতিক ও সিনথেটিক তন্তু দিয়ে প্রস্তুত করা হয় রেয়ন কাপড়। সিল্কের চমৎকার বিকল্প হতে পারে এই কাপড়। রেয়নের কাপড় যেমন পরতে আরামদায়ক, তেমনি পরিষ্কার করাও সহজ। গরমে তাই নিশ্চিন্তে রেয়ন কাপড়ের পোশাক পড়া যেতে পারে ।

৩) ফ্লাক্স ফাইবার থেকে তৈরি এক ধরনের প্রাকৃতিক কাপড় হচ্ছে লিলেন। সুতির চাইতেও দামি লিলেন কাপড়। এই কাপড়  দিয়ে বাতাস প্রবেশ করতে পারে সহজেই। ফলে গরমে স্বস্তি নিয়ে আসে এই কাপড়ের পোশাক।

৪) গরমে আরাম পেতে সুতির কাপড়ের কোন  বিকল্প নেই। ঘাম শোষণের বদলে এই কাপড় ঘাম শুকিয়ে ফেলতে সাহায্য করে। এছাড়া বাতাসের আনাগোনা ঠিক রাখে। ফলে গ্রীষ্মে সুতি পোশাক হতে পারে প্রথম পছন্দ।

এই গরমে রিলেক্স এ কাজ করুন।চাপ কম নিয়ে টেনশন ফ্রি থাকার চেষ্টা করুন। প্রচুর পানি পান করুন আর বাইরে বের হবার আগে সাথে ছাতা রাখুন।