কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ শহরের সৈয়দ নজরুল চত্বরে কিজো গ্রুপের উদ্যোগে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছ।
বুধবার (১৬ মার্চ) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে রিকশাচালক, ভ্যান চালকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি।
প্রধান অতিথি মেয়র পারভেজ মিয়া বলেন, পৌরসভার পাশাপাশি শহরের যানজট নিরসনে প্রত্যেক নাগরিকের স্ব স্ব জায়গা থেকে কাজ করতে হবে। কিজো গ্রুপ মিশুক, অটোরিক্সা চালকদের খরচ সাশ্রয় করতে যে ব্যাটারী উদ্ভাবন করেছে তাতে চালক ভাইয়েরা লাভের মুখ দেখবে।
প্রমোশনাল ইভেন্ট শেষে ২০০ জন মিশুক ও অটোরিকশা ও রিকশা চালকদের মাঝে টুপি, টি শার্ট ও সেফটি জ্যাকেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কিজো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর লি হ্যাং, সেলস্ ডিরেক্টর এলী চেন, এসিসটেন্ট চেয়ারম্যান লি ই গুই প্রমুখ। পরে রিকশা ও ভ্যান চালকদের মাঝে টুপি, সেফটি জ্যাকেট বিতরণ করা হয়।