এক দিন পিছিয়ে বৃহস্পতিবার রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ

ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত নির্বাচনী সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এর আগে সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২৮ জানুয়ারি (বুধবার)।

সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান (মিনু)। তিনি জানান, নির্ধারিত দিনে উড়োজাহাজের টিকিট না পাওয়ায় সমাবেশ এক দিন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে, যা ঐতিহাসিক মাদ্রাসা ময়দান নামে পরিচিত, অনুষ্ঠিত হবে এই নির্বাচনী সমাবেশ। এতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন।

এ উপলক্ষে গত শনিবার রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান জানান, দুপুরের দিকে দলীয় চেয়ারম্যান তারেক রহমান নিজেই টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি তাঁকে অবহিত করেন। তিনি স্পষ্ট করে বলেন, টিকিট সমস্যার বাইরে অন্য কোনো কারণে তারিখ পরিবর্তন করা হয়নি।

সাবরিনা রিমি/